সাদুল্লাপুর উপজেলা ভূমি অফিসে 'সেবাকুনঞ্জ' নামে একটি অপ্রত্যাশিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের জন্য তথ্যসেবা দেওয়াই মূলত সেবকুঞ্জের কাজ। ভূমি অফিসে সাধারণ মানুষ বিভিন্ন ধরণের সেবা আসেন কিন্তু কোন বিষয় কার সাথে বা কিভাবে যোগাযোগ করতে হবে, সে বিষয়ে সবাই জানে না। ফলে বিভিন্ন ধরনের হেরানি শিকার হতে হবে । আর এই সুযোগে কিছু অসদাধু চক্র সাধারণ মানুষকে কষ্ট দেয় এবং ছিঁড়ে ফেলে। এ সমস্যা দূর করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফ হোসেন 'সেবাকুনঞ্জ' নামে পরিচিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভূমি অফিসে একটি নতুন সেবা ব্যবস্থা শুরু হয়েছে। অফিসে প্রবেশের মূল ফটকের পাশাপাশি এই সেবাসকুঞ্জটি স্থাপন করা হয়েছে। অফিস চলাকালে সার্বক্ষণিকভাবে একজন সহকারী সেখানে দায়িত্ব পালন করে। আগত সেবা প্রত্যাশা ও দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করা এবং প্রয়োজনীয় বিভিন্ন ফর্ম ও সংশ্লিষ্ট নথিপত্র যথাযথরূপে পূরণ করা হয়। (তথ্যসূত্রঃ উপজেলা ভূমি অফিসে, সাদুল্লাপুর)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস